প্রত্যয় কাকে বলে Composition

প্রত্যয় কাকে বলে

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রত্যয় কাকে বলে জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের প্রত্যয় কাকে বলে।

প্রত্যয় কাকে বলে
প্রত্যয় কাকে বলে

প্রত্যয় কাকে বলে

উত্তর ভূমিকা : প্রত্যয় এক ধরনের বিমূর্ত বিষয়। এটি সরাসরি দেখা যায় না বা পর্যবেক্ষণযোগ্য নয়। অর্থাৎ এটি একটি বিমূর্ত ধারণা। 


কোনো উদ্দেশ্যকে সামনে রেখে বৈজ্ঞানিক গবেষণায় এটি ব্যবহৃত হয় এবং প্রত্যেকটি প্রত্যয়ই গবেষণায় সুনির্দিষ্ট অর্থ বহন করে। মূলত প্রত্যয়কে কোনো বিষয়ের শব্দভাণ্ডার (Vocabulary) বলা হয়ে থাকে ।

প্রত্যয় : প্রত্যয় হলো কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে ধারণা বা বিশ্বাস, যা সমাজের ঘটনার ওপর নির্ভর করে গঠিত হয়। প্রত্যয় সংক্ষিপ্ত অথচ তার অর্থ ব্যাপক হতে পারে। 

সাধারণভাবে গবেষক প্রচলিত কোনো শব্দ গ্রহণ করেন সে শব্দকে গবেষণার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে একটি পৃথক অর্থ দান করে। ফলে সে সাধারণ শব্দই গবেষণার একটি নতুন অর্থ ও দ্যোতনা নিয়ে প্রকাশিত হয় ।

প্রামাণ্য সংজ্ঞা :

পি. ভি. ইয়ং (P. V. Young) বলেন, “যখন একটি নতুন তথ্যরাজি নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে অন্যান্য শ্রেণি থেকে ভিন্নতর হয়ে নির্দিষ্ট নাম বা শিরোনাম গ্রহণ করে তখন তাকে একটি প্রত্যয় বলে চিহ্নিত করা যেতে পারে। গবেষণায় ব্যবহৃত প্রত্যয়সমূহের সুসম্পর্ক ও যথাযথ সংজ্ঞা দান করা বাঞ্ছনীয় ।”

এফ. এন. কার্লিংগার (F. N. Kerlinger) বলেন, “প্রত্যয় হলো সাধারণীকরণের মাধ্যমে কোনো বিষয়কে বিমূর্তরূপে প্রকাশ করা।”

ন্যাকমিয়াস ও ন্যাকমিয়াস বলেন, “প্রত্যয় হচ্ছে কোনো বস্তুর বা এর কোনো গুণাবলি বা আচরণগত প্রপঞ্জের একটি বিমূর্ত প্রতীকী কল্পিত চিত্র।”

ড. সৈয়দ আলী নকীর মতে, “প্রত্যয় হলো প্রাপ্ত ঘটনা বা অভিজ্ঞতার বিমূর্তায়ন অথবা বিভিন্ন ঘটনার একটি সংক্ষিপ্ত প্রকাশ যার প্রধান লক্ষ্য কতকগুলো ঘটনাকে একটি সাধারণ শিরোনামে এনে চিন্তার পথ সুগম করা।”

গুড এবং পি. কে. হ্যাট (Goode & P. K. Hatt) বলেন, “প্রত্যয় ঘটনার মতো বিমূর্ত কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নয়, অবস্থানযুক্ত একটি চিন্তার কাঠামো থেকে এর অর্থ নির্ণীত হয় ।”

উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রত্যয়ের মাধ্যমেই সামাজিক প্রপঞ্জ সম্পর্কে ধারণা পাওয়া যায়। সামাজিক গবেষণার "ক্ষেত্রে প্রত্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 


সমাজবিজ্ঞানে কোনো বিষয় বা সমস্যা সম্পর্কে তত্ত্ব গঠন এবং পূর্বানুমান পরীক্ষণ বা যাচাইয়ের ক্ষেত্রে প্রত্যয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। এ কারণেই বলা হয়, “প্রত্যয় হলো গবেষকের হাতিয়ার।”

আর্টিকেলের শেষকথাঃ প্রত্যয় কাকে বলে

আমরা এতক্ষন জেনে নিলাম প্রত্যয় কাকে বলে। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো। 

Next Post Previous Post