১৬টি লোকগীতি গানের তালিকা | লোকগীতি গানের লিরিক্স
হ্যালো বন্ধু আপনি কি লোকগীতি গানের তালিকা | লোকগীতি গানের লিরিক্স খুজতেছেন? যদি লোকগীতি গানের তালিকা | লোকগীতি গানের লিরিক্স খুজে থাকেন তাহলে সবাগতম জানাই আমাদের আজকের এই আরটিকেলে। কারণ আজকে আমরা লোকগীতি গানের তালিকা | লোকগীতি গানের লিরিক্স নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের আজকের এই লেখাটী আপনাদের ভালো লাগবে।
লোকগীতি গানের তালিকা লোকগীতি গানের লিরিক্স |
1.পিরিত ভালো না সখী তরা প্রেম করিও না।
সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালো না
সখি তরা প্রেম করিয়ো না
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতেরও বেদনা
সখি তরা প্রেম করিয়ো নাপ্রেম করে ভাসল সাগরে
অনেকে পাইলো না কুল
জগত জুড়ে বাজে শুনি
পিরিতের কলঙ্কের ঢোল
দিতে গিয়ে প্রেমের মাশুল
মান কুলমান থাকেনা
সখি তরা প্রেম করিয়ো নাপিরিত পিরিত সবাই বলে
পিরিতি সামান্য নয়
কলঙ্ক অলঙ্কার করে
দুখের বোঝা বইতে হয়
কাম হতে হয় প্রেমের উদয়
প্রেম হইলে কাম থাকেনা
সখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালো না
সখি তরা প্রেম করিয়ো নাপ্রেমিকের প্রেম পরশে শুদ্ধ প্রেমের উদয়
প্রেমিক যে জন সেই মহাজন
না থাকে তাঁর লজ্জা ভয়
বাউল আব্দুল করিমে কয়
ও প্রেমিকে বুঝেনাসখি তরা প্রেম করিয়ো না
পিরিত ভালো না
সখি তরা প্রেম করিয়ো না
প্রেম করছে যে জন জানে সেই জন
পিরিতেরও বেদনা
সখি তরা প্রেম করিয়ো না
2.আমি তোমার নাম লইয়া কান্দি
সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি
গগণেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সুরো নদী
সেই নদীকে মনে হইলো অকুল জলধি রে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
গগণেতে ডাকে দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি
উইড়া যায় রে ছকুয়ার পঙ্খী
পইড়া রইলো ছায়া
কোন পরাণে বিদেশ হইলা
ভুলি দ্যেশের মায়া রে বন্ধু
আমি তোমার নাম লইয়া কান্দি।।
3.কে যাসরে ভাটির গাঙ বাইয়া
কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো, নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস…।।
বছর খানি ঘুইরা গেল, গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না
কইলজা আমার পুইড়া গেল, গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না
ছিলাম রে কতই আশা লইয়া
ভাই না আইলো গেল গেল, রথের মেলা চইলা
তোরা কে যাস কে যাস……
প্রাণ কান্দে , কান্দে
প্রান কান্দে কান্দে প্রান কান্দে রে, প্রান কান্দে
নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে, নয়ন ঝরে
পোড়া মনরে বুঝাইলে বুঝে না
কান্দে কান্দে প্রান কান্দে
সুজন মাঝিরে ভাইরে কইয়ো গিয়া
না আসিলে স্বপনেতে দেখা দিত বইলা
তোরা কে যাস কে যাস……
সিঁন্দুরিয়া মেঘ উইড়া আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না
ভাটির চরে নৌকা ফিরা আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না
নির্দয় বিধি রে তুমিই সদয় হইয়া
ভাইরে আইনো নইলে আমার পরান যাবে জ্বইলা
তোরা কে যাস কে যাস……
কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো, নাইওর নিতো বইলা
তোরা কে যাস কে যাস।
4.ইচ্ছা করে
ইচ্ছা করে,ও পরাণডারে
গামছা দিয়া বানধি,ইচ্ছা করে।
ইচ্ছা করে,ও পরাণডারে
গামছা দিয়া বানধি।
ইচ্ছা করে,ও পরাণডারে
গামছা দিয়া বানধি,ইচ্ছা করে।
আইরম বাইরম কইলজাটারে।।
মসলা দিয়া রানধি,ইচ্ছা করে
কইলজাডারে মসলা দিয়া রানধি
ইচ্ছা করে,ও পরাণডারে
গামছা দিয়া বানধি,ইচ্ছা করে।
জল ভরিতে গেলাম আমি
আনাম জল হেরিয়া।
কলসী ভরিলাম আমি
নয়ন বারি দিয়া।
কুটিলা ননদী ঘরে
কুয়ার ছলে কানদি,ইচ্ছা করে
কইলজাডারে মসলা দিয়ে রানধি,ইচ্ছা করে
ও পরাণডারে গামছা দিয়ে বানধি,ইচ্ছা করে।
বড়ই জ্বালা না হেরিলে,হেরিলেও হয় জ্বালা
কি করি এ পরাণ নিয়া,ওগো নিঠুর তালা।
তোমার সাথে প্রেম করিয়া গোলক ধাঁধায় ধানধি
ইচ্ছা করে কইলজাডারে মসলা দিয়া রানধি
ইচ্ছা করে,ও পরাণডারে গামছা দিয়া বানধি।।
ইচ্ছা করে।
5.আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে লিরিক্স
উথালি পাথালি আমার বুক…আমার, মনেতে নাই সুখরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
কুলনাই সীমা নাই অথই দরীয়ায় পানি
দিবসে নীশিথে ডাকে দিয়া হাত ছানিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
পানসা জলে সাই ভাসায়ে, সাগরেরও বানে
আমি জীবনের ভেলা ভাসাইলাম..
জীবনের ভেলা ভাসাইলাম কেউনাতাজানেরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে
আসমান চাহে দরিয়া পানে, দরিয়া আসমান পানে
আরে লক্ষ বছর পার হইলো
লক্ষ বছর পার হইলো কেউনাতাজানেরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
কুলনাই সীমা নাই অথই দরীয়ায় পানি
দিবসে নীশিথে ডাকে দিয়া হাত ছানিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
আমায় ডুবাইলিরে আমায় ভাসাইলিরে
অকুল দরীয়ায় বুঝি কুল নাইরে…
কুল নাই…সীমা নাই…নাইরে..কুল নাই…
সীমা নাই…
6.সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো
সোনা বন্ধে আমারে পাগল করিল।
আরে না জানি কি মন্ত্র করি জাদু করিল।।
কবে ক’নে হইল আমার তার সংগে দেখা
অংশীদার নাইরে তার সে তো হয় একা ।।
রূপের ঝলক দেখিয়া তার আমি হইলাম ফানা
সেই অবধি লাগল আমার শ্যাম পিরিতির টানা।।
হাসন রাজা হইল পাগল লোকের হইল জানা
নাচে নাচে পালায় পালায় আর গায় গানা।।
মুখ চাইয়া হাসে আমার যত আরি পরী
দেখিয়াছি বন্ধের রূপ ভুলিতে না পারি।।
7.আমার হার কালা করলাম রে lyrics
আমার হাড় কালা করলাম রে
আমার দেহ কালার লাইগা রে
আরে আমার অন্তর কালা করলাম রে
দুরন্ত পরবাসে
মন রে, ওরে হাইলা লোকের লাঙ্গল বাঁকা
জনম বাঁকা চাঁদরে জনম বাঁকা চাঁদ।
হায়রে, তার চাইতে অধিক বাঁকা
আমি যারে দিসি প্রাণরে, দুরন্ত পরবাসে।।
(ওরে) মন রে, আরে কূল বাঁকা গাঙ বাঁকা
বাঁকা গাঙের পানি রে, বাঁকা গাঙের পানি
আরে, সকল বাঁকায় বাইলাম নৌকা
তবু বাঁকা রে না জানি রে, দুরন্ত পরবাসে।।
(ওরে) মন রে, ওরে হাড় হইল জড় জড়
অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া
পিড়িতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে
দুরন্ত পরবাসে।।
8.মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে লিরিক্স
মিলন হবে কত দিনে
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছি কালো শশী
হব বলে চরণ-দাসী,
ও তা হয় না কপাল-গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘেই যেমন
লুকালে না পাই অন্বেষণ,
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
যখন ও-রূপ স্মরণ হয়,
থাকে না লোক-লজ্জার ভয়-
লালন ফকির ভেবে বলে সদাই
(ঐ) প্রেম যে করে সে জানে।।
9.লীলাবালি লীলাবালি গানের লিরিক্স
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
মাথা চাইয়া টিকা দিমু
জড়োয়া লাগাইয়া সই গো
জড়োয়া লাগাইয়া সই গো
কি দিয়া সাজাইমু তোরে
নাক চাইয়া নাকফুল দিমু
পান্না লাগাইয়া সই গো
পান্না লাগাইয়া সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
কান চাইয়া পাশা দিমু
মতিয়া লাগাইয়া সইগো
মতিয়া লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে
গলা চাইয়া হার দিমু
হিরা লাগাইয়া সইগো
হিরা লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
হাত চাইয়া বালা দিমু
সোনা লাগাইয়া সইগো
সোনা লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে
কোমর চাইয়া বিছা দিমু
রুপা লাগাইয়া সইগো
রুপা লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
পাও চাইয়া পাঝর দিমু
ঘুঙ্গর ও লাগাইয়া সইগো
ঘুঙ্গর ও লাগাইয়া সইগো
কি দিয়া সাজাইমু তোরে
পিন্দন চাইয়া শাড়ি দিমু
ওড়না লাগাইয়া সই গো
ওড়না লাগাইয়া সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
আইছৈন লীলাবালী থমকি থমকি
বইছৈন লীলাবালী ভালা গো
না জানি কুন তামশে লীলাবালী
না জানি কুন ইস্কে লীলাবালী
ঘুন ঘুন সদা মাতৈন গো
নাকর কেশরী কানের পাশা
বইছৈন লীলাবালী ভালা গো
মাথার শিতাপাটি গায়ের উড়না
বইছৈন লীলাবালী ভালা গো
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই গো
বড় যুবতী সই গো
কি দিয়া সাজাইমু তোরে
10.বন্ধু বিনে প্রাণ বাঁচে না lyrics
আমি রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।
বন্ধু আমার চিকন কালা
নয়নে লাইগাছে ভালা
বিষম কালা ধইলে ছাড়ে না।।
বন্ধু বিনে নাইযে গতি
কিবা দিবা কিবা রাতি
জ্বলছে আগুন আর তো নিভে না।।
এমন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি
ছুটলে পাখি ধরা দেবে না।।
হাতে আছে স্বরমধু
গৃহে আছে কুলবধূ
কী মধু খাওয়াইল জানি না।।
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে
জ্বলছে আগুন আর তো নিভে না।।
11.তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না lyrics
ওরে ছেড়ে দিলে সোনার গৌড়
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আমরা আর পাব না, আর পাব না।
“তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না”
“তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না”।
ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আর পাবো না না না না, আর পাবো না।
“তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না “
“তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না”।
ভূবনো মোহনো গোরা…আ,
কোন মণিজনার মনোহরা ।
ভূবনো মোহনো গোরা,
কোন মণিজনার মনোহরা
মণিজনার মনোহরা ।
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌড় আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি।
যেতে চাইলে যেতে দেবো না, না না না।
যেতে দেবো না,
না না না যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে……
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
“যাবো ব্রজের কুলে কুলে…।”
“যাবো ব্রজের কুলে কুলে”
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি।
ওরে পাগল মন…
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
“ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে”
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে” ।
চলে গেলে… চলে গেলে যেতে দেবো না,
না না… যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
যে ডাকে চাঁদ গৌড় বলে……,
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে।
যে ডাকে চাঁদ গৌড় বলে,
ভয় কিগো তার ব্রজের কুলে
ভয় কি তার ব্রজের কুলে।
“ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে”
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে”
চরন ছেড়ে দেবো না, না না না……
ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে……
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
ওরে ছেড়ে দিলে সোনার গৌড় আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আর পাব না না না না, আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে……..।
12.তুই লাল পাহাড়ের দেশে যা লিরিক্স
লাল পাহাড়ের দেশে যা
রাঙ্গামটির দেশে যা
ইত্থাক তুকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
লাল পাহাড়ি দেশে যাবি
হাঁড়ি আর মাদল পাবি
মেয়ে মরদের আদর পাবি রে
ও নাগর… ও নাগর…
ইক্কেবারে মানাইছে না রে
লাল পাহাড়ি দেশে যা
রাঙ্গামটির দেশে যা
ইত্থাক তুকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
নদীর ধারে শিমুলের ফুল
নানা পাখির বাসা রে নানা পাখির বাসা
সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে
এমন ছিল আশা
তুই ভালোবেসে গেলি চলে
কেমন বাপের ব্যাটা রে তুই কেমন ব্যাটা?
লাল পাহাড়ি দেশে যা
রাঙ্গামটির দেশে যা
ইত্থাক তুকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে
ভাদর মাসে ভাদু পূজা
ভাদু গানের ঘটা
ঐ কালো মেয়েটার মন মজেছে
গলায় দিব মালা রে
তার গলায় দিব মালা
তুই মরবি তো মরে যা
ইকেবারে মরে যা মরবি তো মরে যা
ইকেবারে মরে যা
ইত্থাক তুকে মানাইছে না রে
ও নাগর… ও নাগর…
ইক্কেবারে মানাইছে না রে
13.সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি lyrics
সোহাগ চাঁদ বদনী ধ্বনি
নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
বালা নাচো তো দেখি
নাচেন ভাল সুন্দরী এই
বাঁধেন ভাল চুল
হেলিয়া দুলিয়া পরে
নাগ কেশরের ফুল
রুনু ঝুনু নুপুর বাজে
ঠুমুক ঠুমুক তালে
রুনু ঝুনু নুপুর বাজে
নয়নে নয়ন মেলিয়া গেল
শরমের রঙ লাগে গালে
যেমনি নাচে নাগর কানাই
তেমনি নাচে রাই
নাচিয়া ভুলাও তো দেখি
নাগর কানাই
14. গুরু না ভজি মুই গানের লিরিক্স
গুরু না ভজি মই সন্ধ্যা সকালে
মন প্রান দিয়া রে
গুরু না ভজি মই সন্ধ্যা সকালে
মন প্রান দিয়া রে
ফুরাইয়া গেল মোর সাধেরই জনম
ফুরাইয়া গেল মোর সাধেরই জনম
আপনও কর্ম দোষে রে
প্রানের বান্ধব রে, দাও দেখা দয়া করে
প্রানের বান্ধব রে, দাও দেখা দয়া করে
আসিতে হবে মোর বারে বারে
এইনা ভবের মাঝারে
আসিতে হবে মোর বারে বারে
এইনা ভবের মাঝারে
আরনা হবে মোর মানব জনম
আরনা হবে মোর মানব জনম
পাষাণে ভাঙ্গিলে মাথারে
প্রানের বান্ধব রে, দাও দেখা দয়া করে
প্রানের বান্ধব রে, দাও দেখা দয়া করে
যাহারও লাগিয়া খাটিয়া মরি লু
সেত ভুলিয়া যাবেরে
যাহারও লাগিয়া খাটিয়া মরি লু
সেত ভুলিয়া যাবেরে
প্রাণ পাখি মোর পলকে উরিবে
প্রাণ পাখি মোর পলকে উরিবে
ছারিয়া সকল মায়ারে
প্রানের বান্ধব রে, দাও দেখা দয়া করে
প্রানের বান্ধব রে, দাও দেখা দয়া করে
15.ইস্টিশনের রেল গাড়িটা গানের কথা | ইস্টিশনের রেল গাড়িটা লিরিক্স
ইষ্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাটা
ইষ্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাটা
প্লাটফর্মে বইসা ভাবি
কখন বাজে ১২টা, কখন বাজে ১২টা
কখন বাজে ১২টা, কখন বাজে ১২টা
যখন ছাড়ে থামেনা রে
ভারী জংশন ধরেনা রে
যখন ছাড়ে থামেনা রে
ভারী জংশন ধরেনা রে
জরিমানা হইয়া যাইবো
যদি টানো চেনটা যদি টানো চেনটা
যদি টানো চেনটা যদি টানো চেনটা
ইষ্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাটা
ইষ্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাটা
প্লাটফর্মে বইসা ভাবি
কখন বাজে ১২টা কখন বাজে ১২টা
কখন বাজে ১২টা কখন বাজে ১২টা
গাড়ির টিটি বরই কড়া
টিকিট ছাড়া পড়লে ধরা
গাড়ির টিটি বরই কড়া
টিকিট ছাড়া পড়লে ধরা
লাল ঘরে দেয় পাঠাইয়া
মুবিল কোটের কেসটা মুবিল কোটের কেসটা
মুবিল কোটের কেসটা মুবিল কোটের কেসটা
ইষ্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাটা
ইষ্টিশনের রেল গাড়িটা
মাইপা চলে ঘড়ির কাটা
প্লাটফর্মে বইসা ভাবি
কখন বাজে ১২টা, কখন বাজে ১২টা
কখন বাজে ১২টা, কখন বাজে ১২টা
কখন বাজে ১২টা, কখন বাজে ১২টা
কখন বাজে ১২টা, কখন বাজে ১২টা
আরটিকেলের শেস্কথাঃ লোকগীতি গানের তালিকা | লোকগীতি গানের লিরিক্স
বন্ধুরা আমরা এতক্ষন জেনে নিলাম লোকগীতি গানের তালিকা | লোকগীতি গানের লিরিক্স । আশা করি আমাদের আজকের এই লেখাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনি বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।