দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝ | দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝ | দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝ | দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো । আমাদের গুগল নিউজ ফলো করুন। 

দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝ  দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো
দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝ  দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো

দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝ | দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো

উত্তর : মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষিত দ্বিজাতি তত্ত্বই পাকিস্তানের ভিত্তিমূল। ‘এক জাতি-এক রাষ্ট্র'-এ মতবাদ বিশ শতকের দ্বিতীয় দশক থেকেই জনমর্থন লাভ করতে থাকে। 

'হিন্দু-মুসলমান দুটি পৃথক জাতি' -এ নীতির ভিত্তিতে জিন্নাহ মুসলমানদের যে পৃথক জাতিসত্তার দাবি করে তাই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত।

— দ্বিজাতি তত্ত্ব : ১৯৩৭ সালে ভারতে স্বায়ত্তশাসন কার্যকর হলেও মুসলমানরা উপেক্ষিত হতে থাকে। এমন অবস্থায় ১৯৪০ সালের ২২ মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতির ভাষণে জিন্নাহ মুসলমান ও হিন্দুদের জাতিসত্তা সম্পর্কে যে তাত্ত্বিক ভাবধারা বিশ্লেষণ করেন তাই দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত। 

এ ভাষণে জিন্নাহ বলেন, ‘যেকোনো আন্তর্জাতিক মানদণ্ডে মুসলমানরা একটা জাতি। তাই তাদের একটি পৃথক আবাসভূমি প্রয়োজন, প্রয়োজন একটা ভূ-খণ্ডের এবং একটা রাষ্ট্রের।' জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্বের পক্ষে নিম্নোক্ত যুক্তি পেশ করেন-

১. ভারত একটি দেশ নয়; বরং একটি উপমহাদেশ। 

২. যে ভিত্তিতে এ মহাদেশে হিন্দুরা একটি জাতি, সে ভিত্তিতে মুসলমানরাও একটি জাতি ।

৩. মুসলমানদের ভাষা, সাহিত্য, শিল্পকলা, নৈতিক বিধান, আচার ব্যবহার, ইতিহাস, ঐতিহাসিক হিন্দুদের থেকে ভিন্ন। 

৪. হিন্দু-মুসলিম জনগণ অনুপ্রেরণা লাভ করে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক ঘটনা থেকে। অতএব আন্তর্জাতিক আইনের সংজ্ঞায় আমরা একটি জাতি । জিন্নাহর এ তত্ত্বই দ্বিজাতি তত্ত্ব। 

উপসংহার : উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ভারতের "মুসলমানরা একটা পৃথক জাতি। এটি দ্বিজাতি তত্ত্বের একটা মূল বক্তব্য। এ দ্বিজাতি তত্ত্বই হলো ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূল ভিত্তি। এদিক থেকে বিবেচনা করলে দ্বিজাতি তত্ত্বের গুরুত্ব সুদূরপ্রসারী।

আর্টিকেলের শেষকথাঃ দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝ | দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো

আমরা এতক্ষন জেনে নিলাম দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝ | দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো । যদি তোমাদের আজকের দ্বিজাতি তত্ত্ব বলতে কি বুঝ | দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।

Next Post Previous Post