পরিবেশ কাকে বলে | পরিবেশ বলতে কি বুঝায়
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো পরিবেশ কাকে বলে | পরিবেশ বলতে কি বুঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের পরিবেশ কাকে বলে | পরিবেশ বলতে কি বুঝায় । আমাদের গুগল নিউজ ফলো করুন।
পরিবেশ কাকে বলে পরিবেশ বলতে কি বুঝায় |
পরিবেশ কাকে বলে | পরিবেশ বলতে কি বুঝায়
উত্তর : ভূমিকা : আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে পরিবেশ গঠিত হয়। ব্যক্তির জীবনযাত্রা ও আচরণের উপর পরিবেশের প্রভাব অপরিসীম।
পরিবেশ হলো বস্তুগত ও অবস্তুগত, দৃশ্যমান ও অদৃশ্যমান সব উপাদানের সমষ্টি। পৃথিবী ও ওজোনস্তরের সব উপাদানের সমষ্টিকেই পরিবেশ বলা হয়।
ব্যক্তি ও প্রাণীর জীবনযাত্রা, চাল-চলন, আচার-আচরণ ইত্যাদি পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। দিন দিন পরিবেশ হুমকির সম্মুখীন হচ্ছে।' তাই সকলকে পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
→ পরিবেশ (Environment) : পরিবেশ বলতে কোনো একক বা বিশেষ বস্তুকে বোঝায় না। মূলত পরিবেশ হলো বহু ও বিভিন্ন বিষয় ও বস্তুর সমাবেশে সৃষ্ট এক অবস্থা বিশেষ। পরিবেশের প্রতিশব্দ Environment শব্দটি ফ্রান্স Viron থেকে উৎপত্তি । যার অর্থ A circle, a round on a country round.
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন বিজ্ঞানী পরিবেশ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে বিজ্ঞানীদের সংজ্ঞাসমূহ উল্লেখ করা হলো : সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ-এর মতে, “সার্বিক বিবেচনায় আমাদের বাসস্থানই আমাদের পরিবেশ।”
সমাজবিজ্ঞানী উইলিয়াম পি. স্কট-এর মতে, “পরিবেশ হচ্ছে এমন একটি সামাজিক অবস্থা যা ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে উদ্দীপ্ত ও প্রভাবিত করে।”
জগলাস ও হল্যান্ড-এর মতে, “যেসব বাহ্যিক শক্তি ও অবস্থা মানবজীবনকে তথা মানুষের স্বভাব, আচরণ ও বিকাশ প্রক্রিয়ায় এবং দেহযন্ত্রের বর্ধন ও বিকাশমূলক পরিপক্কতায় প্রভাব বিস্তার করে, সেগুলোর সমষ্টিকে পরিবেশ বলে ।”
ড. সিরাজুল ইসলাম চৌধুরীর মতে, “যেসব অবস্থা ও বস্তু জীবসত্তাকে প্রভাবিত করে তাকে পরিবেশ বলে।”
অধ্যাপক চেম্বার্স-এর মতে, “পরিবেশ হলো এমন এক পারিপার্শ্বিক অবস্থা যা উন্নয়ন প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে।'
উপসংহার : পরিশেষে বলা যায় যে, পরিবেশ হলো জীবজগৎ ও জড়জগতের সামগ্রিক রূপ। সমাজ জীবনে পরিবেশের ভূমিকা অপরিসীম। মানবসমাজ ও সমাজবদ্ধ মানবগোষ্ঠী সম্পর্কে পূর্ণাঙ্গ পর্যালোচনার স্বার্থে পরিবেশ সম্পর্কিত আলোচনা অত্যন্ত জরুরি।
মানব সমাজের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সমাজকর্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ সম্পর্কিত ভাবনা বিশ্বব্যাপী হওয়া বাঞ্ছনীয়। মনুষ্য প্রজাতির অগ্রগতির সন্ধিক্ষণে পরিবেশ সচেতনতার গুরুত্ব অপরিসীম
আর্টিকেলের শেষকথাঃ পরিবেশ কাকে বলে | পরিবেশ বলতে কি বুঝায়
আমরা এতক্ষন জেনে নিলাম পরিবেশ কাকে বলে | পরিবেশ বলতে কি বুঝায় । যদি তোমাদের আজকের পরিবেশ কাকে বলে | পরিবেশ বলতে কি বুঝায় পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।