ছাত্রদের ১১ দফা গুলো কি কি | ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ছাত্রদের ১১ দফা গুলো কি কি | ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ছাত্রদের ১১ দফা গুলো কি কি | ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল ।
ছাত্রদের ১১ দফা গুলো কি কি ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল |
ছাত্রদের ১১ দফা গুলো কি কি | ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল
উত্তর : ভূমিকা : পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালিরা কঠোর আন্দোলন গড়ে তোলেন। ছাত্রদের ১১ দফা আন্দোলন ছিল পাকিস্তানের শোষকের বিরুদ্ধে আন্দোলন। ছাত্ররা ১৯৬৮ সালের শেষদিকে ১১ দফা কর্মসূচি পেশ করেন। এই আন্দোলনে বাংলায় ছাত্রসমাজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলে ।
→ ছাত্রদের ১১ দফা কর্মসূচি : নিম্নে ছাত্রদের ১১ দফা কর্মসূচি উল্লেখ করা হলো :
১. শিক্ষা ও শিল্প সম্পর্কিত সমস্যার সমাধান ৷
২. প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠা
৩. স্বায়ত্তশাসনের দাবি। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ প্রদত্ত স্বায়ত্তশাসনের কাঠামো মোটামুটিভাবে আওয়ামী লীগের ২নং দফা থেকে ৬নং দফার দাবিগুলো অনুরূপ ।
৪. পশ্চিম পাকিস্তানের বেলুবিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং সিন্ধু প্রদেশসহ সব প্রদেশে স্বায়ত্তশাসন প্রদান করে যুক্তরাষ্ট্র গঠন। ঐ সময়ে পশ্চিম পাকিস্তানে এক ইউনিট বিদ্যমান থাকায় দাবিটি উত্থাপিত হয় ।
৫. ব্যাংক, বিমা, ইনসুরেন্স ও পাট ব্যবসায়সহ সব বৃহৎশিল্পের জাতীয়করণ।
৬. কৃষকদের উপর কর ও খাজনা হ্রাস, বকেয়া খাজনা ও ঋণ মওকুফ, সার্টিফিকেট প্রথা বাতিল, পাটের সর্বনিম্ন মূল্য প্রতি মণ ৪০ টাকা ও চাউলের ন্যায্যমূল্য নির্ধারণ ।
৭. শ্রমিকদের ন্যায্য মজুরি ও বোনাস, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা। শ্রমিক স্বার্থবিরোধী নিয়ম কানুন প্রত্যাহার ও শ্রমিকদের ধর্মঘটের অধিকার।
৮.. পূর্ব পাকিস্তানের বন্যা নিয়ন্ত্রণ ও বনজ সম্পদের সার্বিক উন্নতির ব্যবস্থা ।
৯. নিরাপত্তা আইন ও অন্যান্য বিবর্তনমূলক আইন প্রত্যাহার ।
১০. সিয়াটো, সেন্টোসহ ও পাক-মার্কিন সামরিক চুক্তি বাতিলকরণ এবং জোটবহির্ভূত স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ ।
১১. আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ব্যক্তিসহ দেশের বিভিন্ন কারাগারে আটক সব ছাত্র, শ্রমিক, কৃষক, রাজনৈতিক কর্মী ও নেতৃবৃন্দের মুক্তি এবং রাজনৈতিক কারণে জারিকৃত সব গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া প্রত্যাহার।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ছাত্রদের ১১ দফা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানের বিপ্লবী ছাত্র সমাজের আন্দোলন। ছাত্রদের ১১ দফা আন্দোলনের মধ্যে ৬ দফা দাবি অন্তর্ভুক্ত করা হবে। মহান স্বাধীনতা যুদ্ধে ১১ দফা দাবির ভূমিকা ছিল অপরিসীম ।
আর্টিকেলের শেষকথাঃ ছাত্রদের ১১ দফা গুলো কি কি | ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল
আমরা এতক্ষন জেনে নিলাম ছাত্রদের ১১ দফা গুলো কি কি | ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল । যদি তোমাদের আজকের ছাত্রদের ১১ দফা গুলো কি কি | ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।