সমাজ কি | সমাজ কাকে বলে | সমাজ বলতে কি বুঝায়
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সমাজ কি | সমাজ কাকে বলে | সমাজ বলতে কি বুঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সমাজ কি | সমাজ কাকে বলে | সমাজ বলতে কি বুঝায় । আমাদের গুগল নিউজ ফলো করুন।
সমাজ কি সমাজ কাকে বলে সমাজ বলতে কি বুঝায় |
সমাজ কি | সমাজ কাকে বলে | সমাজ বলতে কি বুঝায়
উত্তর : ভূমিকা : পরিবেশের অন্যতম উপাদান হলো সমাজ। সমাজে ব্যক্তিরা পারস্পরিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করে। সমাজ একটি প্রাচীন সামাজিক প্রতিষ্ঠান। মানুষের বিভিন্ন প্রয়োজন ও অভাব পূরণের জন্য সমাজের সৃষ্টি।
সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল বিশেষ। যে সম্পর্ক দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সাথে সম্বন্ধযুক্ত। মানব গোষ্ঠী নিয়ে মানব সমাজ গঠিত হয়।
→ সমাজ : সমাজ হচ্ছে এমন একটি জনসমষ্টি, যেখানে সবাই একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে। সমাজে মানুষ একত্রে বসবাস করে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন বিজ্ঞানী সমাজকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেন। নিম্নে বিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা উল্লেখ করা হলো :
সমাজবিজ্ঞানী ম্যাকাইভার-এর মতে, “সমাজ হচ্ছে বিভিন্ন সম্পর্ক এবং প্রাতিষ্ঠানিক সূত্রে আবদ্ধ এক জনসমষ্টি।”
সমাজবিজ্ঞানী সামনার ও কেলার-এর মতে, “সমাজ বলতে এমন একটি জনসমষ্টিকে বুঝায় যারা জীবনধারণ ও বেঁচে থাকার জন্য সংঘবদ্ধ জীবনযাপনে প্রয়াসী হয়। আর এহেন সংঘবদ্ধ জীবনযাপনের মাধ্যমে সমাজের সৃষ্টি হয়।”
সমাজবিজ্ঞানী জিসবার্ট-এর মতে, “সমাজ হলো সামাজিক সম্পর্কের একটি জাল যে সম্পর্ক দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সাথে সম্পর্কযুক্ত।”
সমাজবিজ্ঞানী গিডিংস-এর মতে, “নিজেদের ঐক্য সম্পর্কে সচেতন সমমনোভাবাপন্ন কিছু সংখ্যক ব্যক্তি অভিন্ন লক্ষ্যে উপনীত হওয়ার উদ্দেশ্যে একযোগে যে প্রচেষ্টা চালায় তাকে সমাজ বলে।”
সমাজবিজ্ঞানী জিনসবার্গ-এর মতে, “মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন সহযোগিতামূলক বৈরিতামূলক সমস্ত সম্পর্কই হলো সমাজ।”
ওয়েস্টারমার্ক-এর মতে, “সমাজ হচ্ছে একাধিক ব্যক্তির সমষ্টি যারা পারস্পরিক সহযোগিতায় জীবনযাপন করে।”
টমাস একুইনাস-এর মতে, “সমাজ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীবের একটি স্থায়ী নৈতিক সম্মেলন, যারা একই উদ্দেশ্য সাধনের জন্য পরস্পরের সাথে সহযোগিতা করে।”
সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ-এর মতে, “সমাজ হলো আচার এবং কার্যপ্রণালি, কর্তৃত্ব এবং পারস্পরিক সাহায্য, নানারকম সমবায় এবং বিভাগ; মানুষের আচরণ এবং স্বাধীনতার নিয়ন্ত্রণ এসব কিছুর দ্বারা গঠিত ব্যবস্থা। এই নিয়ত পরিবর্তনশীল জটিল ব্যবস্থাকে সমাজ বলে। এটা হলো সামাজিক সম্পর্কের জাল ।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সমাজ হলো এমন একটি জনসমষ্টি, যেখানে সবাই একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে।
মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধভাবে বসবাস করাই মানুষের স্বভাব। মানুষ বিভিন্ন প্রয়োজনে সমাজবদ্ধভাবে বসবাস করে থাকে।
মানব সমাজে বিভিন্ন ধর্ম ও গোষ্ঠীর লোক বসবাস করে। বাংলাদেশের সমাজে সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করে থাকে। বাংলাদেশের সমাজব্যবস্থায় বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করা হয় ।
আর্টিকেলের শেষকথাঃ সমাজ কি | সমাজ কাকে বলে | সমাজ বলতে কি বুঝায়
আমরা এতক্ষন জেনে নিলাম সমাজ কি | সমাজ কাকে বলে | সমাজ বলতে কি বুঝায় । যদি তোমাদের আজকের সমাজ কি | সমাজ কাকে বলে | সমাজ বলতে কি বুঝায় পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।